৩১ বছর বয়সী মেসির চাহিদা ইউরোপীয় ফুটবলে সবচেয়ে বেশি। ১৩ বছর বয়স থেকে বার্সাতেই ক্লাব ক্যারিয়ারের পুরো সময় কাটিয়ে দিয়েছেন মেসি।
এইতো সেদিন আন্দ্রেস ইনিয়েস্তাও বার্সার মায়া ত্যাগ করে চীনে পাড়ি দেওয়ার ঘোষণা দিলেন। তাহলে মেসি নয় কেন? জবাবটা সম্ভবত বার্সা সভাপতির কাছেই আছে। তার দাবি, মেসিকে কিনতে আজ পর্যন্ত কোনো ক্লাব প্রস্তাবই দেয়নি। কোন ক্লাব মেসির ট্রান্সফার ফি কতো তাও জানতে চায়নি!
গত মৌসুমে নেইমারের ক্লাব ত্যাগের পর বার্সার সাথে নতুন চুক্তি করতে দেরি হচ্ছিলো মেসির। তখন অনেকেই ভেবেছিলেন ক্লাবের সাথে হয়তো আর বনিবনা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের। ক্লাব ছাড়বেন তিনি এমন গুঞ্জনও উঠেছিলো। কিন্তু সব গুঞ্জনকে পাশ কাটিয়ে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেন মেসি।
চুক্তির মেয়াদ শেষ হলে কী হবে? এর উত্তরও দিয়েছেন বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমোউ। তার মতে, মেসির ভবিষ্যৎ নিহিত বার্সাতেই। অবসরের আগে আরও দুই-তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার সময়ও আছে তার হাতে।
গত রাতে (৬ মে) লা লিগার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ‘এল ক্লাসিকো’য় মুখোমুখি হয়ে ২-২ গোলে ড্র করেছে বার্সা-রিয়াল। লিগে অপরাজিত থাকার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে চলতি মৌসুমে লিগে ৩৩তম গোল করেন মেসি। ক্যারিয়ারের মধ্যগগনেও সেরা ফর্মে আছেন তিনি।
মৌসুমের সমাপ্তিটা দুই শিরোপা জয়ের আনন্দ নিয়েই হচ্ছে মেসিদের। ইতিমধ্যেই লা লিগা আর কোপা দেল রে’র শিরোপা নিশ্চিত করেছে ভালভার্দের দল। যদিও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে কাতালোনিয়ার ক্লাবটিকে।
তবু ক্লাবের সার্বিক ফলাফলে খুশি বার্তেমোউ। তার কাছে অপরাজিত থেকে লা লিগার শিরোপা উদযাপন করতে পারার আনন্দটাই বড়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমএইচএম/এমজেএফ