এক সাক্ষাৎকারে ‘দ্য স্পেশাল ওয়ান’ বলেন, ‘ক্রিস্টিয়ানো আছে বলেই পর্তুগালের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক একই ব্যাপার প্রযোজ্য মেসির আর্জেন্টিনা সম্পর্কেও।
কিন্তু মরিনহোর প্রথম পছন্দ ব্রাজিল ও স্পেন সম্পর্কে তিনি বলেন, ‘তিতের প্রশিক্ষণে ব্রাজিল ধারাবাহিকভাবে দুর্দান্ত ফুটবল খেলছে। একাধিক দক্ষ ফুটবলারের সঙ্গে তিতের স্ট্র্যাটেজি যোগ হওয়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই মুহূর্তে যথেষ্ট সংঘবদ্ধ। মানসিকতাতেও অনেক দলকে টেক্কা দেবে ব্রাজিল। ওদের আপফ্রন্ট বিশ্বের অন্যতম শক্তিশালী। নেইমার, উইলিয়ান, কুতিনহো, জেসুস-প্রত্যেকেই অনবদ্য। ’
‘আর ইউরোপের দলগুলির মধ্যে এগিয়ে রাখব স্পেনকে। কারণ, কোচ বদল হলেও ওরা খেলার ধরন একই রেখেছে। ভিসেন্ত দেল বস্কের দেখানো পথেই চলছেন লোপেতেগুই। প্রত্যেক পজিশনে একাধিক দক্ষ ফুটবলার রয়েছে স্পেন দলে। এই মুহূর্তে ইউরোপের মধ্যে ওদেরকেই সেরা বলতে হবে। তবে বিশ্বকাপ বড় কঠিন জায়গা। দেখা যাক কী হয়। আমি রাশিয়ায় এক সপ্তাহ বিশ্বকাপের আনন্দ নেব। ’-যোগ করেন মরিনহো।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ০৯ মে, ২০১৮
এমএমএস