ছবি: সংগৃহীত
চার ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমের লা লিগা শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। প্রথা অনুযায়ী শিরোপা জয়ের পরের ম্যাচ হিসেবে এল ক্ল্যাসিকোতে গার্ড অব অনার দেওয়ার কথা রিয়াল মাদ্রিদের। অবশ্য তারা আগেই জানিয়ে দিয়েছিল, এমন কিছুই করবে না তারা। অবশেষে সেই গার্ড অব অনার পাচ্ছে বার্সেলোনা, তবে তা মাদ্রিদ নয় ভিয়ারিয়ালের কাছ থেকে।
বুধবার (৯ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে ভিয়ারিয়াল। ম্যাচের আগে নতুন চ্যাম্পিয়নদের সম্মান জানানোর কথা জানিয়ে রেখেছে ক্লাবটি।
২০০৯-১০ মৌসুমে বার্সেলোনার ক্লাব বিশ্বকাপ জয়ের পরও তাদের গার্ড অব অনার দিয়েছিল ভিয়ারিয়াল। সেই সময় অবশ্য ক্লাবটি কোচ ছিলেন বর্তমানে বার্সেলোনার দায়িত্বে থাকা আর্নেস্টো ভালভার্ডে।
লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চলতি মৌসুমে লিগে আরও দুটি ম্যাচ বাকী আছে লিওনেল মেসিদের। শেষের এই তিন ম্যাচে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।
যদিও এল ক্লাসিকোতে ২-২ গোলে ড্র করেছে মাদ্রিদ কিন্তু লা লিগার শিরোপা আগেই হাতছাড়া হয়ে গেছে তাদের। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।
বাংলাদেশ সময়ঃ ১৮১৪, মে ০৯, ২০১৮
এমকেএম/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।