ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউরোপা লিগে নতুন রেকর্ড গ্রিজম্যানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৮
ইউরোপা লিগে নতুন রেকর্ড গ্রিজম্যানের ছবি: সংগৃহীত

স্বদেশী ক্লাব অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ইউরোপা লিগের শিরোপা জেতানোর পাশাপাশি নতুন ইতিহাস গড়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপা লিগের ফাইনালে দুই গোল করার অনন্য কীর্তি গড়েছেন এই ফরাসি তারকা।

গত বুধবার (১৬ মে) রাতের ইউরোপা ফাইনালে গ্রোউপামা স্টেডিয়ামে মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। দলের হয়ে প্রথমার্ধের ২১ মিনিটে গাবির কাছ থেকে বল পেয়ে গোল করেন গ্রিজম্যান।

 

পরের অর্ধের শুরুতেই চলতি মৌসুমে নিজের ২৯তম গোল করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। আর গোল করেই ইতিহাসে নাম লেখালেন তিনি। গ্রিজম্যান প্রথম ফরাসি ফুটবলার হিসেবে ইউরোপা লিগ বা চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ফাইনালে জোড়া গোল করলেন।

স্প্যানিশ ফুটবলের মৌসুম শেষের দলবদলে গ্রিজম্যানকে দলে নিতে প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এর আগে দ্বিতীয় সেরা ইউরোপীয় প্রতিযোগিতার শিরোপা এনে দিলেন তিনি। তাছাড়া লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান অনেকটাই নিশ্চিত অ্যাতলেটিকোর।

বাংলাদেশ সময়ঃ ১৭৩৮ ঘণ্টা, ১৭ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।