ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

বায়ার্নের নতুন কোচই বায়ার্নকে হারালো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, মে ২০, ২০১৮
বায়ার্নের নতুন কোচই বায়ার্নকে হারালো! নিকো কোভাচ-ছবি: সংগৃহীত

শিরোনাম শুনে কিছুটা অদ্ভুত মনে হতে পারে। নিজ দলের কোচ কিভাবে নিজেদের হারাতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে, আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের প্রধান কোচ হয়ে যিনি আসছেন তার বর্তমান দলের কাছে বায়ার্ন জার্মান কাপের ফাইনাল হেরে শিরোপা খুইয়েছে।

শনিবার জার্মান ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ডিএফবি পোকালের ফাইনালে মুখোমুখি হয় বায়ার্ন ও এইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট। তবে অলিম্পিয়াসেডিঅন বার্লিনে ৩-১ গোলে হেরে অঘটনের শিকার হয় হুপ হেইঙ্কেসের শিষ্যরা।

এক মৌসুমের জন্য বায়ার্নের দায়িত্বে ফের এসেছিলেন হেইঙ্কেস। এসে দলকে বুন্দেসলিগায়ও জেতান। তবে ঘরোয়া ডাবল জেতাতে পারলেন না। হারতে হলো তার উত্তরসূরি কোচ নিকো কোভাচের কাছে।

এদিন ম্যাচের শুরুতেই (১১ মিনিট) আন্তে রেবিচের গোলে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। তবে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোল করে রবার্ট লেভান্ডভস্কি বায়ার্নকে সমতায় ফেরান। পরে আক্রমণ অব্যাহত থাকে বায়ার্নের। কিন্তু ৮২ মিনিটে উল্টো জোড়া গোল পূর্ণ করে ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে দেন রেবিচ। আর যোগ করা সময়ে মিজাত গাচিনোভিচ ফ্রাঙ্কফুর্টের হয়ে আরও একটি গোল করলে হার নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২০ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।