ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ বুফন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৬, জুন ৬, ২০১৮
তিন ম্যাচ নিষিদ্ধ বুফন ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন জুভেন্টাসের সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ইউরোপিয়ান আসরে আচরণ বিধি ভাঙার দায়ে তাকে এই শাস্তি দিয়েছে উয়েফা।

গত এপ্রিলে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্থিয়াগো বার্নাব্যুতে মাঠে নেমেছিল জুভেন্টাস। ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের লুকাস ভাসকুয়েজকে জুভির মেধি বেনাতিয়া গোলমুখে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি মাইকেল অলিভার।

পরে ক্রিস্টিয়ানো রোনালদোর পেসাল্টি থেকে গোল করলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে শেষ চারে ওঠে রিয়াল দল। ঐ পেনাল্টির সিদ্ধান্তটি রেফারি না দিলে দুই লেগ মিলিয়ে সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়াতো ম্যাচটি। মূলত এ কারণেই মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে প্রথম লাল কার্ড পান বুফন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ০৬ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।