ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সা ছেড়ে এভারটনে মিনা-গোমেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
বার্সা ছেড়ে এভারটনে মিনা-গোমেজ ইয়েরি মিনা ও আন্দ্রে গোমেজ

ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ১১.৮ মিলিয়ন ইউরোয় কলম্বিয়ান তারকা ইয়েরি মিনাকে মাত্রই জানুয়ারিতে কিনেছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সা। কেনার মাত্র আট মাস পরেই ৩০.২৫ মিলিয়ন ইউরোতে এভারটনের কাছে বেচে দিয়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে পর্তুগিজ তারকা আন্দ্রে গোমেজকেও তার সঙ্গী হতে হয়েছে। তার যাওয়াটা অবশ্য ধারে।

দলবদলের বাজার শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে গত বৃহস্পতিবার (৯ আগস্ট) বার্সেলোনায় ইংলিশ ক্লাব এভারটনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন মিনা ও আন্দ্রে গোমেজ। মিনাকে ৩০.২৫ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের জন্য কিনে নিয়েছে এভারটন।

তবে এর সঙ্গে আরও দেড় মিলিয়ন ইউরোর 'ভ্যারিয়েবলস চার্জ' যুক্ত হয়েছে।

গত জানুয়ারিতে পালমেইরাস থেকে ১১.৮ মিলিয়ন ইউরো ব্যয়ে মিনাকে দলে ভেড়ায় বার্সা। গত মৌসুমে মাত্র ৫ ম্যাচে মাঠে নামার সুযোগ পান রাশিয়া বিশ্বকাপে ৩ গোল করে চমকে দেওয়া এই কলম্বিয়ান ডিফেন্ডার। তার ওই চমকে দেয়া পারফরম্যান্স পুঁজি করেই মাত্র ৮ মাসের ব্যবধানে ১৮.৪৫ ইউরো মুনাফা করলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চুক্তিতে চাইলে দাম পরিশোধ করে আবার তাকে কিনে নিতে পারবে এমন শর্ত যুক্ত করেছে বার্সা।

অন্যদিকে আন্দ্রে গোমেজের ক্ষেত্রে ধারের পথে হেঁটেছে বার্সা। শুরুতে তার জন্য ২০ মিলিয়ন ইউরো দাবি করে বার্সা। তবে এভারটন ধারে নিতে আগ্রহ দেখালে মাত্র ২.২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রাজি হয়ে যায় কাতালান ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।