ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ ড্র, কঠিন গ্রুপে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
চ্যাম্পিয়ন্স লিগ ড্র, কঠিন গ্রুপে বার্সা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের ব্রাজিলিয়ান সাবেক তারকা কাকা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের উরুগুইয়ান সাবেক ফরোয়ার্ড ডিয়েগো ফোরলানের উপস্থিতিতে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বলা হচ্ছে, ইউরোপের দেশ মোনাকোয় হওয়া এই ড্রয়ে ‘সবচেয়ে কঠিন’ বি গ্রুপে আছে বার্সেলোনা। তবে অন্যান্য গ্রুপগুলোর দিকে তাকালে বোঝা যায়, একাধিক গ্রুপকেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। 

‘গ্রুপ অব ডেথ’ হিসাব করলে মোট আটটি গ্রুপের চারটিতেই জায়ান্ট দলের ছড়াছড়ি। সেক্ষেত্রে পিছিয়ে নেই কেউই।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে হওয়া ড্রয়ে গ্রুপ ‘এ’তে আছে গেলোবারের সেমিফাইনালিস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের সঙ্গে একই গ্রুপে পড়েছে জার্মান্ট জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড, লিগ ওয়ানের গতবারের রানার্সআপ মোনাকো ও বেলজিয়ান দল ক্লাব ব্রুজ।

বার্সেলোনা আছে সবচেয়ে বেশি অস্বস্তিতে। গ্রুপ ‘বি’তে তাদের সঙ্গী হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপ টটেনহ্যাম। আছে দুবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইতালির ইন্টার মিলান ও নেদারল্যান্ডসের জায়ান্ট পিএসভি আইন্দহোভেন। বলা হচ্ছে, এই গ্রুপ্টিই সবচেয়ে বেশি কঠিন।

কঠিন গ্রুপে পড়েছে নেইমারের পিএসজিও। গ্রুপ ‘সি’-তে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হয়েছে মোহামেদ সালাহর লিভারপুল, সিরি আ জায়ান্ট নাপোলি ও সার্বিয়ান দল রেড স্টার বেলগ্রেড।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যেই নতুন করে দল সাজানোর পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তারই ধারাবাহিকতায় পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টেনেছে তারা। গ্রুপপর্বে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে সিরি আ চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘এইচ’-এ তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানইউ, স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও সুইজারল্যান্ডের ইয়াং বয়েজ।  

সেখানে গ্রুপ ‘জি’তে পড়েছে রিয়াল মাদ্রিদ, এএস রোমা, সিএসকে মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেন। কঠিন পরীক্ষা হবে এই গ্রুপের লড়াইয়েও।

পাঠকদের জন্য আট গ্রুপের ড্র দেওয়া হলো- 
     
গ্রুপ এ: অ্যাতলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মোনাকো ও ক্লাব ব্রুগ।

গ্রুপ বি: বার্সেলোনা, টটেনহাম, পিএসভি ও ইন্টার মিলান।

গ্রুপ সি: প্যারিস সেইন্ট জার্মেই, নাপোলি, লিভারপুল ও রেড স্টার বেলগ্রেড।

গ্রুপ ডি: লোকোমোতিভ মস্কো, পোর্তো, শালকে, গালাতাসারাই

গ্রুপ ই: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স, এইকে অ্যাথেন্স    

গ্রুপ এফ: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, অলিম্পিক লিওঁ, হফেনহাইম

গ্রুপ জি: রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকেএ মস্কো, ভিক্তোরিয়া প্লজেন

গ্রুপ এইচ: ইউভেন্তুস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভালেন্সিয়া ও ইয়াং বয়েজ

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা,  আগস্ট ৩১, ২০১৮
এমএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।