ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্যর্থ বাবার সফল ছেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
ব্যর্থ বাবার সফল ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্রিস্টিয়ানো জুনিয়র। ছবি: সংগৃহীত

হুট করেই ঠিকানা বদল, কিন্তু সময়টা মোটেই ভালো যাচ্ছে না পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভান্টাসে যাওয়ার পর খেলে ফেলেছেন তিনটি ম্যাচ। কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা পাননি। বাবা ব্যর্থ হলেও ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ঠিকই বাবার গোলের অভাব পূরণ করছে।

জুভেন্টাস অনূর্ধ্ব-৯ দলে যোগ দিয়ে অভিষেক ম্যাচেই চার গোল করেছে ছোট রোনালদো। দলে বাবার বিখ্যাত সাত নম্বর জার্সিই পেয়েছে ছেলেও।

রোববার তার চার গোলে লুসেন্তোকে ৫-১ গোলে হারায় জুভেন্টাস অনূর্ধ্ব-৯ দল।

জুনিয়রের এই ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ, ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে।

জুভেন্টাসের হয়ে গোল দেওয়ার সুযোগের জন্য রোনালদোকে অপেক্ষা করতে হবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিন তুরিনে সাসুলোর বিপক্ষে খেলতে নামবে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।