ম্যাচের শুরু থেকে নেপালকে বেশকিছু আক্রমণ শানাতে দেখা গেলেও ভাগ্য সহায় হয়নি তাদের। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ রিয়াজ।
সুযোগ হাতছাড়া করেননি রিয়াজ। রিয়াজের ওই একমাত্র গোলেই নিজেদের প্রথম ম্যাচে জয়ের সুবাস পাচ্ছিল তিন বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা পাকিস্তান। কিন্তু ম্যাচের ৮২ মিনিটে কর্ণার কিক থেকে বল পেয়ে আচমকা গোলে নেপালকে সমতায় ফেরান বিমল ঘার্তি মাগার।
খেলার ফলাফল যখন ড্র হওয়ার পথে, রেফারিও প্রস্তুত শেষ বাঁশি বাজানোর জন্য। ঠিক সেসময় (৯৬ মিনিটে) মোহাম্মদ আলীর হেড থেকে করা গোলে জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। এই জয়ে গ্রুপ 'এ'র শীর্ষে ওঠে এল পাকিস্তান।
সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ সময়ঃ ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএইচএম/এমকেএম