ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ঝিনাইদহে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
ঝিনাইদহে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামের ফাইনাল বিজয়ীদের মধ্যে পুরষ্কার ‍তুলে দিচ্ছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ

ঝিনাইদহ: ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  

ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে সদর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতা করে।

এতে ১-০ গোলে জয়লাভ করে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

অপরদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে ২-০ গোলে খুললবেড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পোড়াবাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আকতারুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।