ব্যর্থতায় মোড়ানো রাশিয়া বিশ্বকাপের পর শুক্রবার (৭ সেপ্টেম্বর) প্রথম এ আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামে মেসিবিহীন আর্জেন্টিনা। লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কোলিসিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে যেন ১০ নম্বর জার্সিধারী দেশের সেরা খেলোয়াড়টির অভাববোধ না হয়, সেজন্য যেন সর্বোচ্চটি উজাড় করে খেলছিলেন তরুণ-তুর্কিরা।
৩৫ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন লো সেলসো। পিএসজি তারকার বুলেট গতির কিক ডান প্রান্তে ঝাঁপিয়ে পড়েও মোতা রক্ষা করতে পারেননি।
প্রথমার্ধের খেলা শেষের এক মিনিট আগে রদ্রিগো সারাভিয়া ও এক্সিকুয়েল প্যালাসিওর অবদানে ব্যবধান বাড়ে আরও ।
মাঝ মাঠ থেকে বল ধরে মিড-ফিল্ডার সারাভিয়া এগিয়ে গিয়ে প্যালাসিওকে পাস দেন। প্যালাসিওর বাড়ানো বল সিমিওনে ধরে রক্ষণভাগের এক খেলোয়াড়কে বোকা বানিয়ে জালে জড়ান।
দ্বিতীয়ার্ধে একাধিকবার চেষ্টায়ও গোল পায়নি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়েন লিওলেন স্কালোনির শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এইচএ/এমকেএম