রাশিয়ায় বিশ্বকাপ শেষে শনিবার (৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামে নেইমারের ব্রাজিল। ম্যাচের ঠিক আগ মুহূর্তে স্থায়ী অধিনায়কের আর্মব্যান্ডও পান।
ম্যাচে জয় পায় ব্রাজিল। নিজে এক গোলসহ সতীর্থের অপর গোলেও ভূমিকা রাখেন নেইমারের। কিন্তু ম্যাচ শেষে আলোচনায় নেইমারের নাটকীয় ডাইভ ও তার বিপক্ষে পাওয়া ফাউল।
শনিবারের ম্যাচের প্রথমার্ধে নেইমারের সঙ্গে বল দখলের লড়াইয়ে ফাউলের শিকার হন ডিয়ান্ড্রে ইয়েডলিন। তবে যুক্তরাষ্ট্রের এ ডিফেন্ডার কিছুতেই মানতে পারেননি এই ফাউল। তিনি মনে করেন নেইমার নাটকের মাধ্যমে এই ফাউল আদায় করে নিয়েছেন।
এমনকি ফাউলের শিকার হওয়ার পর ইয়েডলিন রেফারিকে হাসতে হাসতে বলেন, ‘আপনি কি বিশ্বকাপ দেখেছিলেন?’ এই কথায় তিনি কী ইঙ্গিত করেছেন তা রেফারি খুব ভালো করেই বুঝেছেন। তিনি মাথাও নাড়ান। কিন্তু রেফারির মনে হয়েছে এটি ফাউল ছিল।
ম্যাচ শেষে ইয়েডলিনের এই কথার জবাবও দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘আমার আসলে বেশি কিছু বলার নেই। তবে আমি তার (ইয়েডলিন) জন্য দুঃখিত। আমি তাকে চিনি না আর অপরিচিত মানুষের জন্য বেশি চিন্তাও করি না। ’
নেইমারের নেতৃত্বে আগামী মাসের ১৬ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবে সুপার ক্লাসিকো ম্যাচ খেলতে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমকেএম/এমএমএস