ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাদারীপুর জেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাদারীপুর জেলা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ঢাকা বিভাগীয় কমিশনার একেএম আলী আজম

মাদারীপুর: মাদারীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বরিশালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলার আচমত আলী খান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।  

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খেলায় হাজার হাজার দর্শক আনন্দ-উল্লাসে ফেটে পড়েন।

খেলায় উভয় দলে দেশি খেলোয়ারের পাশাপাশি বিদেশি খেলোয়াররাও অংশ নেন।  

রোববার (২ সেপ্টেম্বর) এ খেলার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এতে দু’টি গ্রুপে ভাগ হয়ে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, বরগুনা, নারায়ণগঞ্জ, পটুয়াখালী ও ঢাকার নবাবপুর ক্রীড়া একাদশ অংশ নেয়।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, জেলার সিভিল সার্জন ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, সাবেক পৌরসভার মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) সাকিলুর রহমান সোহাগ তালুকদার প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার একেএম আলী আজম।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।