তবে তার এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা সার্জিও রামোস। এমন তুলনাকে গ্রিজমানের ‘ধৃষ্টতা’ আখ্যা দিয়েছেন রিয়াল অধিনায়ক।
সম্প্রতি নিজেকে সেরাদের কাতারে দাবি করে গ্রিজমান বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার বা এমবাপ্পে থেকে আমি ব্যতিক্রমী একজন খেলোয়াড়। আমি শীর্ষ পর্যায়ের। তবে আমি আরও উন্নতি করতে পারি। '
এরপর মেসি ও রোনালদোর সঙ্গে নিজের তুলনা করে তার দাবি, 'আমি মনে করি, মেসি ও রোনালদো যে অবস্থানে আছে আমি এরইমধ্যে সে জায়গায় আছি। '
শুধু তাই না, ফিফার বর্ষসেরার তালিকার শীর্ষ তিনে জায়গা না পাওয়া গ্রিজমান দাবি করেন, ফিফার পুরস্কারের চেয়ে ব্যালন ডি’অর বেশি সম্মানজনক।
গ্রিজমানের ওই বক্তব্যের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
গ্রিজমানের এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা সার্জিও রামোসও। শুধু তাই না, এমন তুলনাকে গ্রিজমানের ‘ধৃষ্টতা’ আখ্যা দিয়েছেন রিয়াল অধিনায়ক।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়ে এই প্রসঙ্গে রামোস বলেন, 'তার অজ্ঞতা ধৃষ্টতাপূর্ণ। '
'যখন এই ছেলেকে (গ্রিজমান) কথা বলতে শুনি তখন টট্টি, জাভি, রাউল, ইনিয়েস্তা, ইকার...তাদের কথা ভাবি, যারা বহু শিরোপা জিতেছে এবং তাদের কারও ব্যালন ডি’অর নেই। '
'যে যা হতে চায় তা সে ভাবতেই পারে কিন্তু আমি মনে করি তার কোচ দিয়েগো সিমিওনে ও অধিনায়ক দিয়েগো গদিন তাকে উপদেশ দিতে পারে এবং কিছু মূল্যবোধ শেখাতে পারে যা তার জন্য ভালো হবে। '
'আমার (গ্রিজমানের জন্য প্রশংসাবাক্য) কখনই কম পড়েনি, সে দারুণ খেলোয়াড় এবং তার ভাল প্রত্যাশা করি। '
টানা চতুর্থ ইউরোপ সেরার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে এমন টানা শিরোপা জেতা আধুনিক ফুটবলবিশ্বে অনেকটাই অসম্ভব। তাই আরও একবার শিরোপা জিতে রামোস সেই অসম্ভবকে সম্ভব করতে চান।
'আমাদের গর্ব এবং দায়িত্ব আছে। চ্যাম্পিয়নস লিগের তিন শিরোপা জেতা মোটেই কাকতালীয় নয়, আপনাকে জয় পেতে হলে উচ্চাকাঙ্ক্ষা বজায় রাখতে হবে। '
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমএইচএম