রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা। বার্সার হয়ে এটি ছিল মেসির ৪২৩তম ম্যাচ।
২০০৪ সালের অক্টোবরে বার্সার কিংবদন্তি ফ্রাঙ্ক রাইকার্ড এসপানিওলের বিপক্ষে প্রথমবারের মতো সুযোগ দেন তরুণ মেসিকে। তখন কে ভেবেছিল, ছোটখাটো গড়নের এক তরুণ ফুটবলার একদিন সারা বিশ্ব মাতাবে! ৪২৩ ম্যাচ পর এখন সেই তরুণ রেকর্ড ভাঙা-গড়ার ক্ষেত্রেও রেকর্ড গড়ার পথে।
বার্সার হয়ে ১৫ মৌসুমে ৩২০ জয়, ৬৬ ড্র ও মাত্র ৩৭ পরাজয় যুক্ত হয়েছে তার নামের পাশে। এই সময়ে ৩৮৬ গোল নিয়ে তিনি ডিভিশনের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরারের তকমাও বগলদাবা করেছেন।
অবশ্য আরেকজনের নাম সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড়দের তালিকার শীর্ষে থাকার কথা ছিল। তিনি হলেন দোনাতো। স্পেনের শীর্ষ লিগে ৪৬৬ ম্যাচ খেলা এই ফুটবলার শুরুতে বিদেশি হিসেবে গণ্য হলেও তাকে স্পেনের নাগরিকত্ব দেওয়া হলে সেই তালিকা থেকে তার নাম বাদ
দেওয়া হয়।
মেসির অবশ্য আর্জেন্টিনার পাশাপাশি স্পেনেরও নাগরিকত্ব আছে। তবে দ্বৈত নাগরিকত্ব থাকায় রেকর্ডটা মেসির ভাগ্যেই জুটেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এমএইচএম/এমএমএস