বিশ্বের সেরা তরুণ ফুটবলার নির্বাচনে বিচারকদের দায়িত্ব পালন করবেন বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদো। ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’ এর আয়োজনে আগামী ৩ ডিসেম্বর প্যারিসে এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে।
গেল বছর না ফেরার দেশে পাড়ি জমান ব্যালন ডি’অর জয়ী সাবেক ফরাসি ফুটবলার রেমন্ড কোপা। তাকে শ্রদ্ধা জানিয়ে তার নামেই ব্যালন ডি’অর ‘কোপা ট্রফি’ নামকরণ করা হয়েছে এই পুরস্কারের। ২১ বছরের কম বয়সি খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাকে।
বিচারকদের তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে আরও থাকবেন সাবেক ব্যালন ডি’অর জয়ী জিনেদিন জিদান, রোনালদিনহো ও ববি শার্লটন।
এবারই প্রথম বর্ষসেরা নারী ফুটবলারকেও পুরস্কৃত করবে ব্যালন ডি’অর। ১৫ জন নারী ফুটবলারের তালিকা থেকে বিশ্বজুড়ে ক্রীড়া সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হবে বিজয়ীকে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এমকেএম/এমএমএস