রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর জাতীয় দল থেকে সাময়িক অবসরে যান বার্সেলোনা তারকা মেসি। যেখানে টুর্নামেন্টে মেসির পা থেকে একটি গোলই আসে।
আলবিসেলেস্তাদের এমন পারফরম্যান্সের পর চাকরি হারান কোচ হর্হে সাম্পাওলি। এছাড়া প্রচুর সমালোচনা হয় মেসিকে নিয়ে। পরে সেপ্টেম্বরে গুয়েতমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামা হয়নি পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ীর।
এর আগে ২০১৬ সালে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে গিয়ে হেরে যাওয়ার কারণে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি।
মেসির অবসর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘আমি মেসিকে কী বলবো? কখনো ফিরে এসো না। অবসরে যাও। ’
১৯৮৬ বিশ্বকাপ জয়ী আরও বলেন, ‘দেশের অনূর্ধ্ব-১৫ হেরে গেলে মেসির দোষ দেওয়া হয়, ঘরোয়া লিগে রেসিংয়ের সঙ্গে বোকার খেলা পড়লেও মেসিরই দোষ দেওয়া হয়। তাকে সবসময়ই দোষারোপ করা হয়। ’
‘আমি তাকে বলবো: “কোথাও যেও না” দেখ তারা দলকে বাঁচাতে পারে কীনা। দেখ তাদের বড় কোনো নাম আসে কীনা। ’-যোগ করেন ম্যারাডোনা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এমএমএস