ম্যাচে দুপক্ষই একাধিকবার চেষ্টার পরও প্রথমার্ধ্বে কোনো গোল করতে পারেনি। ম্যাচের মাত্র ৩ মিনিটেই প্রথম ফ্রি কিক আসে বাংলাদেশের পক্ষে।
একই মিনিটে নেপাল প্রথম সুযোগ পায় গোলের কিন্তু বাংলাদেশের গোলরক্ষকের দক্ষতায় তা সম্ভব হয়নি। ৭ম মিনিটে সুযোগ আসে বাংলাদেশেরও। কিন্তু ভালো ফিনিশ না হয় হওয়ায় গোলের সুযোগ হারাতে হয়। এভাবেই দুই পক্ষের একাধিক সুযোগ হারানোর মধ্য দিয়েই শেষ হয় প্রথমার্ধ্ব।
কিন্তু দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে বাংলাদেশ যেনো আরও একটু আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৯ মিনিটে মাসুরা পারভিনের দারুণ এক শটে গোল জালে পাঠতে কোনো বেগ পেতে হয়নি।
এরপরও সুযোগ পায় বাংলাদেশ কিন্তু গোলের দেখা আর পায়নি কৃষ্ণা-সানজিদারা।
তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে শিরোপা জয়ের জন্য মাসুরার এই একটি গোলই যথেষ্ট ছিল।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমএ/এমকেএম