গত রোববার (৭ অক্টোবর) রাতে ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মেয়েদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এটি এই প্রতিযোগিতার প্রথম আসর।
পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ২৪ গোল দিয়ে বাংলাদেশের কিশোরীরা মাত্র ১ গোল হজম করেছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের জালে ১৭ গোল, দ্বিতীয় ম্যাচে নেপালের জালে ২ গোলের বিপরীতে ১ গোল হজম করার পর সেমিতে ভুটানের জালে ৪ গোল আর ফাইনালে নেপালের জালে ১ গোল দিয়েছে বাংলাদেশের কিশোরীরা।
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। যেখানে মারিয়াদের প্রতিপক্ষ ছিল নেপাল ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে ছিল ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএইচএম