ব্রাজিলিয়ান তারকা কুতিনহো এরইমধ্যে বার্সার মাঝমাঠ সামাল দেওয়ার কাজে বেশ সফল। আবার আক্রমণেও বেশ সফল তিনি।
গত রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে একাই ১৪২ পাসের অংশ ছিলেন আর্থার, যার মধ্যে ১৩৫টি পাস সঠিক ছিল। বিগত ছয় বছরে বাকি সবার চেয়ে যা বেশি। সর্বশেষ ২০১২ সালে লা লিগার কোনো খেলোয়াড় হিসেবে লেভান্তের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এত পাস দিতে সক্ষম হয়েছিলেন সাবেক বার্সা তারকা জাভি।
চলতি বছরের শুরুতে গ্র্যামিও থেকে বার্সেলোনায় পা রাখেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। সাবেক তারকা ইনিয়েস্তার ৮ নম্বর জার্সি গায়ে চড়ানো সত্ত্বেও অনেকেই তাকে জাভির সঙ্গে তুলনা করেন।
আর্থারের দারুণ পারফরম্যান্স সত্ত্বেও ওই ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সা। এই নিয়ে লিগে চার ম্যাচে জয়ের মুখ দেখেনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই হারে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান হারিয়েছে বার্সা। পুনরায় সেই অবস্থান পেতে আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। আগামী ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার শুরু হবে শিরোপা লড়াই।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএইচএম