ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

নিজেকে বিশ্বসেরা দাবি হ্যাজার্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
নিজেকে বিশ্বসেরা দাবি হ্যাজার্ডের ইডেন হ্যাজার্ড- ছবি: সংগৃহীত

গত গ্রীষ্মে গোলরক্ষক থিবাউ কুর্তোয়াকে রিয়ালের থাবা থেকে ধরে রাখতে পারেনি চেলসি। এবার তাদের সেরা তারকার দিকে নজর দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে অন্তত আরও একটা মৌসুম তাকে পাচ্ছে স্ট্যামফোর্ড ব্রীজ এটা নিশ্চিত।

বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ডের স্বপ্ন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এটা আর এখন অজানা কিছু নয়। অনেকেই ভেবেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি দেওয়ার পর হয়তো হ্যাজার্ডের কপাল খুলবে।

কিন্তু তা আর সম্ভব হচ্ছে না।

এদিকে আগামী জানুয়ারীতে আরও একবার ট্রান্সফার মার্কেট খুলবে। তবে তখন সম্ভব হলেও রিয়ালে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হ্যাজার্ড। বেলজিয়ামে এক সংবাদ সম্মেলনে জানুয়ারীতে রিয়ালে যাওয়া নিয়ে হ্যাজার্ড বলেন, 'না, (জানুয়ারীতে নয়)। '

হ্যাজার্ডের দীর্ঘদিনের স্বপ্ন ব্যালন ডি’অর জেতার। এই কথা তাকে মনে করিয়ে দিতেই ২৭ বছর বয়সী হ্যাজার্ডের চটপট জবাব, 'এজন্যই হয়তো আমি (রিয়ালে) যেতে চাই। '

এরপরই নিজেকে বিশ্বসেরা দাবি করেন হ্যাজার্ড, 'হ্যাঁ, আমি বিশ্বের সেরা, কিন্তু আপনি সবসময় আরও বেশি গোল আর অ্যাসিস্ট করে ফুটবলে আরও উন্নতি করতে পারেন। '

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন হ্যাজার্ড।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮ 
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।