ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ফুটবল

রোনালদো জুনিয়রের নজরকাড়া জোড়া গোল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, অক্টোবর ১৫, ২০১৮
রোনালদো জুনিয়রের নজরকাড়া জোড়া গোল (ভিডিও) জুভেন্টাসের যুব দলে খেলা রোনালদো জুনিয়র-ছবি: সংগৃহীত

রোনালদো জুনিয়র কী এক সময় তার কিংবদন্তি বাবা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাবে? সেটা সময়ই বলে দেবে। তবে এই ছোট বয়সেই যেভাবে গোল করার দক্ষতা দেখাচ্ছে, তাতে বোঝাই যায় এক সময় হয়ে উঠতে পারে বিশ্বের বড় ফুটবল তারকাদের একজন।

অনেকটা বাবার অনুকরণেই জুভেন্টাসের যুব দলে খেলা রোনালদো জুনিয়র প্রতিপক্ষ শিবিরকে ধ্বংস করে পেলেন জোড়া গোল। ছেলের গোল দুটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সিআর সেভেন।

সঙ্গে হার্টের একটি ইমোজিও যোগ করে দেন।

ভিডিওতে দেখা যায়, রোনালদো জুনিয়রের গোল দুটি আসলেই ছিল চমৎকার। বাবার মতো ৭ নম্বর জার্সি পড়ে প্রথমটি গোলটি করতে ডানপ্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কৌশলে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন।

আর পরের গোলটি ছিল যেন বাবার স্পিডি ফুটবলের ফটোকপি। সেই ডানপ্রান্তে ডি-বক্সের শুরুতেই লম্বা ও জোড়ালো শটে গোল।

রোনালদো জুনিয়রের গোলের ভিডিও...

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।