খেলার প্রথমার্ধে ৪৪ মিনিটে মুক্তিযোদ্ধার আইভোরিকোস্টের রিক্রুট ১০ নম্বর জাসির্ধারী ফরোয়ার্ড বাল্লো ফামুসা ফ্রি-কিক থেকে হেড করলে বল বারপোস্টে লেগে শেখ জামালের জালে জড়ায়। খেলার দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে মধ্য মাঠ থেকে একক প্রচেষ্টায় বল টেনে নিয়ে বাল্লো ফামুসা প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন।
খেলার প্রথমার্ধ থেকে মুক্তিযোদ্ধা সংসদের খেলোয়াড়রা খেলার নিয়ন্ত্রণ নিজের দখলের রাখার চেষ্টা করেন। একের পর এক আক্রমণ করে মুক্তিযোদ্ধা সংসদ ৩ গোল আদায় করে নেয়। খেলায় মুক্তিযোদ্ধা সংসদ প্রথমার্ধে ১ গোল ও দ্বিতীয়ার্ধে ২ গোল আদায় করে নেয়। পক্ষান্তরে শেখ জামাল ধানমন্ডির আক্রমণে শুরু থেকেই ছন্দপতন ঘটে।
পুরোটা সময় অনেকটা অগোছালো খেলা খেলে শেখ জামাল। তাই অপেক্ষাকৃত কম শক্তির দল মুক্তিযোদ্ধার কাছে ৩ গোল হজম করে শেখ জামালকে মাঠ ছাড়তে হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারী ২৩, ২০১৯
এমএইচএম