দানি আলভেজ।ছবি: সংগৃহীত
ইনজুরির কারণে জাতীয় দল ব্রাজিলের হয়ে কাঙ্ক্ষিত রাশিয়া বিশ্বকাপ খেলা হয়নি দানি আলভেজের। বছরখানিক বিরতি দিয়ে ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন এই তারকা ডিফেন্ডার। তবে ফের ইনজুরি তাকে আবারও মাঠের বাইরে ঠেলে দিয়েছে।
এ মাসের শেষে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) লিগের ম্যাচে মার্শেইর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে বাম হাঁটুতে চোট পান আলভেজ।
লাফিয়ে হেড দিতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি। তার পরিবর্তে রাইট ব্যাক ফ্যাগনারকে দলে নেওয়া হয়েছে। ম্যানচেস্টার সিটির দানিলোও আছেন তিতের এই দলে।
এদিকে দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন আলভেজ। এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদের লেফট-ব্যাক ফিলপ লুইসও চোটে পড়ে মাঠে বাইরে চলে গিয়েছিলেন।
আগামী ২৩ মার্চ পোর্তোতে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। আর ২৭ মার্চ চেক প্রজাতন্ত্রের সঙ্গে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।