এক সাক্ষাতকারে ভিনিসিউস বলেন, ‘আমার বাবা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগে কোনো ক্লাবের প্রস্তাবের ব্যাপারে কখনো বলেনি। পরে আমরা দুটি ক্লাবেই যাই এবং আমার কাছে দুটিই ভালো লেগেছে।
‘বার্সেলোনা বেশি খরচ করতে চেয়েছিল, তবে আমরা সেরা প্রকল্প চেয়েছিলাম এবং মার্সেলো ও কাসেমিরো সঠিক সিদ্ধান্ত নিতে আমার সঙ্গে কথা বলে সাহায্য করে। ’
মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি খুব দ্রুতই ঘটেছিল বলে জানান মাত্রই ১৮ বছরে পা রাখা ভিনিসিউস।
‘সবকিছুই খুব দ্রুত ঘটে গেল। মার্সেলো ও কাসেমিরো আমাকে বললো এখানে সবকিছু দ্রুতই হয়। ’
এদিকে ইনজুরির কারণে এ মৌসুমটি মোটামুটি মাঠের বাইরে ছিটকে গেছেন ভিনিসিউস। তবে তিনি জানান, ফিট হওয়া জন্য সবকিছু করছেন।
‘আমি ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছি। আশাকরি মৌসুম শেষের আগেই ফিরতে পারবো। ফেরার জন্য সর্বোচ্চটা চেষ্টা করছি। ’
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৯
এমএমএস