ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

সর্বোচ্চ আয়ে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, এপ্রিল ২, ২০১৯
সর্বোচ্চ আয়ে শীর্ষে মেসি সর্বোচ্চ আয়ে শীর্ষে মেসি। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোকে পাশে রেখে ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আয়কারী হলেন লিওনেল মেসি। বেতন, বোনাস ও অনান্য আয় মিলিয়ে এই তালিকা করেছে ফ্রান্স ফুটবল। যেখানে অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে কোচদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন।

সর্বোচ্চ আয়ের দিক থেকে বার্সেলোনার আর্জেন্টিনাইন অধিনায়ক মেসি আগেও শীর্ষ আয়াকারী ফুটবলার ছিলেন। তবে ভাবা হয়েছিল তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় মেসিকে পেছনে ফেলবেন।

তবে তা আর হলো না।

নিচে শীর্ষ আয়কারী ৫ ফুটবলারের নাম দেওয়া হলো:

১.লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা): ১৩০ মিলিয়ন ইউরো।
২.ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল): ১১৩ মিলিয়ন ইউরো।
৩.নেইমার (পিএসজি/ব্রাজিল): ৯১.৫ মিলিয়ন ইউরো।
৪.আঁতোয়া গ্রিজম্যান (অ্যাতলেটিকো মাদ্রিদ/ফ্রান্স): ৪৪.৫ মিলিয় ইউরো।
৫.গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ/ওয়েলস): ৪০.২ মিলিয়ন ইউরো।

শীর্ষ ৫ আয়কারী কোচের নাম:

১.দিয়েগো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ): ৪১.২ মিলিয়ন ইউরো।
২.হোসে মরিনহো (সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড): ৩১ মিলিয়ন ইউরো।
৩.থিয়েরি অঁরি (সাবেক মোনাকো): ২৫.৫ মিলিয়ন ইউরো।
৪.পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি): ২৪.১ মিলিয়ন ইউরো।
৫. আর্নেস্তো ভালভার্দে (বার্সেলোনা): ২৩ মিলিয়ন ইউরো।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।