করিম বেনজেমার অভাব বেশ ভালভাবেই চোখে পড়ে পুরো ম্যাচে। তার পরিবর্তে নামা গ্যারেথ বেল ও ইস্কোকে পুরো ম্যাচেই তেমন চোখে পড়েনি।
২৩তম মিনিটে সফল স্পট কিকে ভায়েকানোকে এগিয়ে নেন আদ্রি এমবারবা। ডি বক্সের মধ্যে হোসে ভায়েহো ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
৩৯তম মিনিটে বেলের বাড়ানো বল দিয়ে মারিয়ানো গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও বাকিটা সময় সেই গোল আর পরিশোধ করতে পারেনি জায়ান্ট ক্লাব রিয়াল।
গত ডিসেম্বরে প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ভায়েকানোকে একই ব্যবধানে হারিয়েছিল রিয়াল।
৩৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বার্সেলোনা এরই মধ্যে লিগ শিরোপা ঘরে তুলেছে। আর ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অপরদিকে অবনমন দলের তালিকায় আছে ভায়েকানো।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমকেএম