ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বনপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
বনপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নাটোরের বনপাড়ায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেল ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে (বঙ্গবন্ধু ) বালক দলে দিয়ারগাড়ফা ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পারকোল মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলায় দিয়ারগাড়ফা ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়।

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলে অংশ নেয় থানাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জোনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্ণ সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জয়ী হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জোনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় গোলকিপার শাপলা খাতুন। খেলা শেষে বিজয়ী দুই দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।  

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আকতার কলি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজমা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা ০৪ জুলাই, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।