নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটের মাথায় লিড নেয় শেখ রাসেল। উডোসা অ্যালিসনের পাস থেকে গোল করেন বিপলু আহমেদ।
বিরতির পর ৭৯ মিনিটে অনেকটাই একক প্রচেষ্টায় বল নোফেলের জালে পাঠান ওডোইন। এরপর ৮৫ মিনিটে এলিসের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।
এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তালিকায় শেখ রাসেলের অবস্থান তৃতীয়। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নোফেলের আছে ১১ নম্বরে।
লিগের অন্য ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জোরাপিও’র জোড়া গোলে টিম বিজেএমসিকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংগের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ১৬. ২০১৯
আরএআর/ইউবি