ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেমিফাইনালে বাংলাদেশ পেলো ভুটানকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
সেমিফাইনালে বাংলাদেশ পেলো ভুটানকে ছবি:সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে পেয়েছে বাংলাদেশ। গ্রুপের ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট, গোল সমান হওয়ায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ড্রয়ের পর ভারত গ্রুপ সেরা ও বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় ভারত।

এর আগে ভারত ও বাংলাদেশের গ্রুপ পর্বে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের মতো বাংলাদেশও ৩-০ ব্যবধানে জিতেছিল।

‘এ’ গ্রুপের সেরা ভুটানের বিপক্ষে আগামী শুক্রবার প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিতে ‘এ’ গ্রুপের রানার্সআপ মালদ্বীপের বিপক্ষে লড়বে ভারত।

যুব এই টুর্নামেন্টে এর আগে দু’বারের দেখায় ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল লাল-সবুজের তরুণরা। আর ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে জয় লাভ করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।