ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোল্ডকাপের সেমিফাইনালে কুষ্টিয়া, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
গোল্ডকাপের সেমিফাইনালে কুষ্টিয়া, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা ছবি:সংগৃহীত

খুলনা: খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক-অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব (বালিকা-অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা চলছে।

বুধবার প্রতিযোগিতার বালিকা গ্রুপে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলা। ছেলেদের গ্রুপের সেমিফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা জেলা।

বুধবার খুলনা পুলিশ লাইন্স মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।  

বালিকা গ্রুপে দিনের প্রথম ম্যাচে কুষ্টিয়া জেলার মেয়েরা টাইব্রেকারে ২-০ গোলে যশোর জেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। নির্ধারিত সময়ে যশোরের জান্নাতুল খেলার ৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। পরে খেলার ১৫ মিনিটে রত্নার গোলে খেলায় সমতা পায় তারা। মেয়েদের খেলায় দিনের দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরা জেলার মেয়েরা ৪-০ গোলের বড় ব্যবধানে বাগেরহাট জেলাকে পরাজিত করে সেমিফাইনালে নাম লেখায়। বিজয়ী দলের নাসরিন ও জেসমিন দু’জনেই জোড়া গোল পান। নাসরিন খেলার ২৭ ও ৩৬ মিনিটে গোল করেন। আর জেসমিনের পা থেকে গোল দু’টি আসে খেলার ৩৯ ও ৪৮ মিনিটে।

এদিকে একই মাঠে ছেলেদের গ্রুপে দিনের প্রথম ম্যাচে বাগেরহাট জেলাকে ০-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয় চুয়াডাঙ্গা জেলা। বিজয়ী দলের সুমন খেলার ৫৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় খেলা পরিচালনা করছে খুলনা জেলা ক্রীড়া অফিস। যার সার্বিক দায়িত্বে আছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উভয় গ্রুপের চারটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘন্টা, অক্টোবর ০২, ২০১৯
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।