ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে পগবা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে পগবা  পল পগবা: ছবি-সংগৃহীত

চোটের কারণে ইউরোপা লিগে এজে আলকামারের বিপক্ষে ছিলেন না পল পগবা। এবার ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের জন্য আরো খারাপ খবর নিয়ে এলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম। ফরাসি কোচ জানিয়েছেন, চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে রেড ডেভিলদের মিডফিল্ডার পগবাকে।

ইনজুরির কারণে ২৬ বছর বয়সী ফরাসি তারকাকে ২০ অক্টোবর লিভারপুলের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে সাইডলাইনে বসে খেলা দেখতে হতে পারে।  

বিশ্বকাপজয়ী পগবা এক মাস পর গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর কারাবো কাপে রোচদালের বিপক্ষে ফিরেছিলেন।

গত সপ্তাহে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও খেলেছেন তিনি।  

ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার জানিয়েছেন, পগবার ‘চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রাম’ দরকার এই মুহুর্তে। অন্যদিকে ফরাসি কোচ ‘উদ্বিগ্ন’ কারণ এক মাসের জন্য যদি পগবা মাঠের বাইরে চলে যান, তবে ইউরো বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে ম্যাচে তার কৌশলে পরিবর্তন আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টেবর ০৪, ২০১৯
ইউবি/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।