ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পয়েন্ট হারিয়ে শীর্ষে ওঠা হলো না রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
পয়েন্ট হারিয়ে শীর্ষে ওঠা হলো না রিয়ালের ছবি:সংগৃহীত

নিচের সারির দল রিয়াল বেতিসের সঙ্গে জয় পেলেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হটিয়ে লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তবে গোলশূন্য ড্র করায় তা আর হলো না। রিয়ালের আগে খেলতে নেমে বার্সা দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ঝড়ে ৩-১ গোলে হেরে মাঠ ছেড়েছিল। তবে রিয়ালের ড্রয়ে শীর্ষস্থানই ধরে রেখেছে কাতালানরা।

শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রিয়াল। তবে বেতিসের বিপক্ষে নিজেদের আগের ম্যাচে হারের পর এ ম্যাচে জয়শূন্য রইল জিনেদিন জিদানের শিষ্যরা।

পুরো ম্যাচে যদিও রিয়ালই আধিপত্য বিস্তার করে খেলেছিল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় কোনো গোলের দেখা পায়নি তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

লিগে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল। অ্যাতলেটিকো মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।