১২ ম্যাচ খেলে অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ২১ পয়েন্ট। দিয়েগো সিমিওনের শিষ্যদের সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট আছে সেভিয়ার দখলে।
লিগের পরের ম্যাচে মুখোমুখি হবে গ্রানাদা আর রিয়াল সোসিয়েদাদ। দুই দলের অবস্থান আপাতত পাঁচ ও ছয়ে। ১১ ম্যাচ খেলে গ্রানাদার সংগ্রহ ২০ পয়েন্ট আর সোসিয়েদাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। দুই দলের ম্যাচে গ্রানাদা জিতলে টেবিলের শীর্ষে উঠবে, সেক্ষেত্রে বার্সা-রিয়ালকে টপকে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ২৩। আর সোসিয়েদাদ জিতলে বার্সা-রিয়ালের সঙ্গী হবে (২২ পয়েন্ট)।
স্প্যানিশ লা লিগায় টানা সাত ম্যাচ জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। কিন্তু নিজেদের ১১তম ম্যাচে হেরে বসে লিওনেল মেসির দল। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিক লেভান্তের বিপক্ষে পেরে ওঠেনি কাতালানরা। ৩-১ গোলে হেরেছে বার্সা।
এদিকে, নিচের সারির দল রিয়াল বেতিসের বিপক্ষে জয় পেলেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হটিয়ে লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তবে গোলশূন্য ড্র করায় তা আর হয়নি। রিয়ালের ড্রয়ে আপাতত শীর্ষস্থানই ধরে রেখেছে কাতালানরা।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআরপি