ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

হেড কোচ কোভাচকে সরিয়ে দিল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, নভেম্বর ৪, ২০১৯
হেড কোচ কোভাচকে সরিয়ে দিল বায়ার্ন নিকো কোভাচ-ছবি:সংগৃহীত

গত মৌসুমে কোনো মতে খুড়িয়ে খুড়িয়ে চ্যাম্পিয়ন। আর চলতি মৌসুমে বাজে শুরু। সবমিলিয়ে আর রাখা গেল না বায়ার্ন মিউনিখের হোড কোচ নিকো কোভাচকে। বুন্দেসলিগায় নিজেদের শেষ ম্যাচে এইনট্রাখ্ট ফ্র্যাঙ্কফুটের কাছে ৫-১ গোলের হারের পর তার বহিষ্কারাদেশ প্রায় নিশ্চিত হয়ে যায়।

কোভাচের পরিবর্তে তারই সহকারী হানসি ফ্লিককে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত তিনি চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোস ও লিগের ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডে বিপক্ষে ছক কষবেন।

গত মৌসুমে কোভাচের অধীনে বাভারিয়ানরা ২৬তম লিগ শিরোপা ঠিকই জেতে। তবে শেষ ম্যাচ পর্যন্ত তাদের সঙ্গে দ্বিতীয়স্থানে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র দুই।

এছাড়া চলমান মৌসুমে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে। হারের তালিকায় রয়েছে হফেনহেইম ও ফ্র্যাঙ্কফুট।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।