তবে কাতার সফর বলেই সমর্থকদের কথা ভিন্নভাবে ভাবতে হচ্ছে লিভারপুলের। বিশেষ করে নারী ভক্তদের জন্য।
বিবৃতিতে মূলত মেয়েদের পোশাক-পরিচ্ছেদ, জনসম্মুখে ছেলে-মেয়েদের মেলামেশা ও মদ পানের ওপর দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নারীদের বলা হয়েছে, এমন পোশাক পরতে, যাতে করে হাঁটু ও কাঁধ ঢেকে যায়।
আর অবাধে নারী-পুরুষের মেলামেশা কাতারি সংস্কৃতির সঙ্গে বেমানান। এর ফলে লিভারপুল তার সমর্থকদের নিয়ে বেশ চিন্তিত, কেননা নিয়মের ব্যত্যয় ঘটলে স্থানীয় আইনে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিবাহবহির্ভূত সম্পর্কের কোনো অনুমতি নেই কাতারে। তাই এমন কোনো যুগল যদি থাকে যারা হোটেলে উঠতে চায়, তাদের কাছ থেকে বিবাহ সনদ চাওয়া হতে পারে। এছাড়া দেশটিতে মদ পান করা যায় শুধুমাত্র লাইসেন্সকৃত রেস্টুরেন্ট ও বারে। ফলে জনসম্মুখে মদ পান বা মদ্যপ অবস্থায় থাকাটা অপরাধ বলে গণ্য হবে। আর এসব ব্যাপারে সমর্থকদের সচেতন হওয়ার অনুরোধ করেছে ক্লাবটি।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমএমএস