লা মাসিয়া ও বার্সেলোনার মূল দলের হয়ে ক্যাম্প ন্যুয়ে পাক্কা ১৮ বছর কাটিয়ে দিয়েছেন মেসি। অবশ্য গত কযেক মৌসুম ধরে গুঞ্জন চলছে, বার্সা অধ্যায়ের ইতি টানতে পারেন ৩২ বছর বয়সী তারকা।
তবে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ’র কথা শুনে কাতালান সমর্থকরা নিশ্চিন্তে থাকতে পারেন। বার্তেমেউ আত্মবিশ্বাসী যে, ক্লাবের সবচেয়ে মূল্যবান সম্পদ মেসি তার ২০২১ পযর্ন্ত বিদ্যমান চুক্তি পেরিয়ে আরো পাঁচ বছর ক্যাম্প ন্যুয়ে থাকবেন।
বার্তেমেউ এটাও বিশ্বাস করেন যে, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আরো পাঁচবছর থাকবেন তা নয়, ক্যারিয়ারের ইতিটাও বার্সার জার্সিতে টানবেন।
অন্য ক্লাবগুলো মেসির দিকে হাত বাড়ালেও তা নিয়ে চিন্তিত নন বার্সা প্রেসিডেন্ট। বার্তেমেউ বলেন, ‘মেসি আগামী আরো পাঁচ বছরের জন্য বার্সেলোনায় থাকবেন। সে তার ফুটবল ক্যারিয়ার বার্সার হয়ে শেষ করতে চায়। আগামী দুই বছর হোক বা তিন বছর, আমাদের নেতা থাকবেন মেসি। ’
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইউবি