ছবি:সংগৃহীত
২০১৯ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদ্রিচ। পুরস্কারটি নিতে এই মুহূর্তে মোনাকোতে ভ্রমণ করছেন রিয়াল মাদ্রিদ তারকা। ২৯ বছরের বেশি সফল ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হয়।
ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচ ১৭তম ফুটবলার হিসেবে মর্যাদাকর এই পুরস্কারটি ঘরে তুললেন। যেখানে ২০০৩ সালে চালু হওয়া এটি প্রথমবার জেতেন রবার্তো ব্যাগিও।
ব্রেসিয়ার হয়ে দুর্দান্ত খেলেন সেসময়কার ইতালিয়ান এই ফুটবলার।
পুরস্কার জয়ের পর মদ্রিচ বলেন, ‘এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। ফুটবলে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করছি। ’
এর আগে গত বছর এই পুরস্কারটি জিতেছিলেন প্যারিস সেন্ট জার্মেইর উরুগুইয়ান ফুটবলার এডিনসন কাভানি।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।