সোমবারের এ ম্যাচে ইতালির হয়ে জোড়া গোল করেন চিরো ইম্মোবিলে ও নিকোলো জানিওলো।
এদিন ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় ইতালি।
দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে জোড়া গোল পূর্ণ করেন জানিওলো। আর আট মিনিট পর গোলের দেখা পান আলেস্সিও রোমাগনোলি।
তিন মিনিট পর পেনাল্টি থেকে দলের সপ্তম গোলটি করেন চেলসির মিডফিল্ডার জর্জিনিয়ো। ৭৭ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে হেডে ব্যবধান আরও বাড়ান রিকার্দো ওরসোলিনি। ৭৯তম মিনিটে এডগার বেবিয়ানা গোল করলে কোনো রকম তৃপ্তি পায় আর্মেনিয়া। কিন্তু দুই মিনিট পরই ফেদেরিকো কিয়েজা করেন ইতালির নবম গোল।
এবারের বাছাইপর্বে ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৭ গোল করলো ইতালি। যেখানে হজম করেছে মাত্র ৪ গোল। আর ১০ ম্যাচের সবকটিতে জিতে ৩০ পয়েন্ট অর্জন করলো দলটি। এই গ্রুপ থেকে মূল পর্বে ইতালির সঙ্গী হয়েছে ফিনল্যান্ড।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএমএস