ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

‘মেসি শিকারি, প্রতিদিন সে ১ হাজার পাখি শিকার করে’!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
‘মেসি শিকারি, প্রতিদিন সে ১ হাজার পাখি শিকার করে’! লিওনেল মেসি-ছবি:সংগৃহীত

মৌসুমের গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার ভরাডুবি হয়েছে। লা লিগার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে কিকে সেতিয়েনের শিষ্যরা। আর এ ম্যাচ শেষে পুরো বার্সা দল থেকে শুরু করে সমালোচনা হচ্ছে দলের সেরা তারকা লিওনেল মেসিরও। তবে মেসিকে আগলে রাখছেন তারই জাতীয় দল আর্জেন্টিনার সাবেক কোচ সেসার লুইস মেনোত্তি।

১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন মেনোত্তি। তিনি মেসিকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন।

জানিয়েছেন, মেসি শিকারি, যে প্রতিদিন শিকার করতে পছন্দ করেন।

মেনোত্তি বলেন, ‘সে (মেসি) একজন শিকারির মতো, যে প্রতিদিন এক হাজার তিতির পাখি শিকার করে। তবে কোনো দিন যদি সে ৯৯৯টি শিকার করে, তখনই তারা বলবে সে ভালো না। সবসময় সে-ই সমস্যার সমাধান করবে, এটা তুমি আশা করতে পারো না। ’

তিনি আরও বলেন, ‘আমি দলটাকে নিয়ে চিন্তিত, তাকে নিয়ে নয়। কেননা সবসময় সে-ই সমাধান নিয়ে এগিয়ে আসবে, এটা ভাবাটা ভুল। অন্যদেরও নিজেদের প্রমাণ করতে হবে। ’

এদিকে আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করার পর কাতালান জায়ান্টদের নতুন কোচ হয়ে এসেছেন সেতিয়েন। আর মেনোত্তি জানান, মেসি ও বার্সেলোনাকে সেতিয়েনের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে।

মেনোত্তি যোগ করেন, ‘সেতিয়েন মাত্র আসলো। বার্সেলোনা তার দল ও বিশেষ করে মিডফিল্ডের ব্যাপারে এখনও কাজ করে যাচ্ছে। মধ্যমাঠে জাভি (হার্নান্দেজ) ও (আন্দ্রেস) ইনিয়েস্তার মতো ফুটবলার পাওয়াটা সহজ হবে না। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।