ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে নেইমারদের পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, মার্চ ১২, ২০২০
ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে নেইমারদের পিএসজি

নেইমারের নৈপুণ্যে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ২-০ গোলে জয় পায় টমাস টুখেলের শিষ্যরা। আর দুই লেগের অ্যাগ্রিগেটে ৩-২ গোলে ব্যবধানে শেষ আটে ওঠে পিএসজি। যদিও প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে ২-১ গোলে হেরে এসেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। এদিন দলের হয়ে একটি করে গোল করেন নেইমার ও হুয়ান বের্নাত।

বুধবার পার্ক দেস প্রিন্সেসে ২৮তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েই তা গোলে পরিণত করেন নেইমার। আনহেল দি মারিয়ার ডান দিক থেকে কর্নারে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান সুপারস্টার।

আর এই গোলের সঙ্গে সঙ্গেই অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে যায় পিএসজি।

বিরতির আগেই আরও এক গোলে ব্যবধান বাড়ায় পিএসজি। যোগ করা সময়ে পাবলো সারাবিয়ার ক্রসে বের্নাত হালকা টোকায় বল জালে পাঠিয়ে পিএসজির জয় নিশ্চিত করে দেন।

দ্বিতীয়ার্ধে পিএসজি আরও বেশ কয়েকটি সুযোগ পায়। তবে সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি।

ম্যাচের শেষ দিকে দু’দলের ফুটবলাররা ধাক্কাধাক্কিতে জড়ান। নির্ধারিত সমেয়র এক মিনিট আগে নেইমারকে ফাউল করে ডর্টমুন্ডের এমরি কান লালকার্ড দেখেন। কান নেইমারকে ফাউল করার পর ফের তর্কে জড়িয়ে এই ব্রাজিলিয়ানকে মাটিতে ফেলে দেন। সেই সময় দু’দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একই ঘটনায় নেইমার, মার্কিনিয়োস ও দি মারিয়াও হলুদ কার্ড দেখেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।