ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনাভাইরাস: দু’সপ্তাহ বন্ধ লা লিগা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
করোনাভাইরাস: দু’সপ্তাহ বন্ধ লা লিগা .

পুরো ইউরোপ এখন করোনাভাইরাসের আতঙ্কে জর্জরিত। করোনার থাবা থেকে বাদ যায়নি ফুটবলও। এরইমধ্যে ইতালিতে সব ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। এবার একই সিদ্ধান্ত এলো স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকেও। রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের এক খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর আগামী দু’সপ্তাহ বন্ধ লা লিগার সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তাবাস।

করোনাভাইরাসে এখন পর্যন্ত স্পেনে ২ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের এক খেলোয়াড় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 এর পরিপ্রেক্ষিতে মাদ্রিদের লাস রোসায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও প্লেয়ার্স ইউনিয়ন এক জরুরি বৈঠকে মিলিত হয়। সেখান থেকেই আগামী দুই সপ্তাহ (গেম উইকস) লা লিগার সব ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শুক্রবার (১৩ মার্চ) সান্তিয়াগো বার্নাব্যুয়ে এইবারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি লা লিগার প্রথম অফিসিয়াল ম্যাচ হিসেবে স্থগিত রাখা হচ্ছে।

রিয়াল মাদ্রিদের বাস্কেটবল দলের এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ইউরো লিগও স্থগিত রাখা হয়েছে। সাধারণত রিয়ালের বাস্কেটবল ও ফুটবল দল একই স্থানে অনুশীলন করে। ফলে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দলের সব খেলোয়াড়কে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত জুভেন্টাস ফুটবলার

এদিকে ইউরোপের শীর্ষ ফুটবল লিগের প্রথম ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েল রুগানি। সতীর্থের আক্রান্ত হওয়ার খবর শোনার পর পর্তুগালে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জুভেন্টাসের উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, রুগানি সর্বশেষ ইন্টার মিলানের বিপক্ষে খেলেছেন। এজন্য জুভেন্টাস ও ইন্টারের প্রায় সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন- করোনাভাইরাস: নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রোনালদো

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।