ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনায় পেছাবে না বাফুফে নির্বাচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করোনায় পেছাবে না বাফুফে নির্বাচন বাফুফে ভবন/ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব ক্রীড়া আসর বন্ধ রাখা হয়েছে। দেশে সব ধরনের নির্বাচনও স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন পেছানো হচ্ছে না। আগামী ৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শনিবার (২১ মার্চ) বাফুফে ভবনে মেজবাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের বাফুফে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘২০২০ বাফুফে নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথম সভা করলাম। এখন পর্যন্ত ২০ এপ্রিলকে সামনে রেখে আমরা সবধরনের প্রস্তুতি নিচ্ছি। ৩ এপ্রিল শুক্রবার আমরা তফসিল ঘোষণা করব। এর আগে বাফুফে আমাদেরকে ভোটার তালিকা হস্তান্তর করবে। ’

এসময় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মেজবাহ বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। সভা-সমাবেশ সীমিত করা করা হয়েছে এরই মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে বাফুফে নির্বাচনের ভোটের স্থান নির্বাহী কমিটিই ঠিক করবে পাশাপাশি পরিস্থিতি নাজুক হলে পরবর্তী করণীয় কী হবে, সেটাও তারা নির্ধারণ করবে। নির্বাচন কমিশন এর মধ্যে হস্তক্ষেপ করবে না। ’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের বলেন, ‘বাফুফে ভবনেই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে আমাদের । তবে প্রয়োজন হলে আমরা ভেন্যু পরিবর্তন করতে পারি। ’

ইতোমধ্যে বাফুফের দুই সভাপতি প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহী ও বাদল রায় নির্বাচন পেছানোর আবেদন জানিয়েছেন। সেই প্রেক্ষিতে বাফুফে সাধারণ সম্পাদক বলেছিলেন তারা ফিফা-এএফসি’র সঙ্গে যোগাযোগ করছেন। সেই অগ্রগতি সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘সভাপতি এই ব্যাপারে অবহিত করবেন সামনে। ’

৩০ মার্চের মধ্যে বাফুফে তাদের অধীভুক্ত সংস্থাগুলোকে কাউন্সিলরের নাম পাঠানোর নির্দেশ দিয়েছে। আর গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সংস্থাগুলোকে নির্বাহী কমিটির সভার মাধ্যমে কাউন্সিলরের নাম চূড়ান্ত করতে হয়।

সে ক্ষেত্রে সভায় প্রায় ১৫-২০ জন লোকের উপস্থিতি হয়, যাতে করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে। এ নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দরকার হলে দু’এক দিন সময় বাড়িয়ে দেওয়া যাবে। এধরনের পরিস্থিতিতে সংস্থা চাইলে টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সভা করতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘন্টা, মার্চ ২১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।