ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

ফিরতে প্রস্তুত লুইস সুয়ারেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, মার্চ ২২, ২০২০
ফিরতে প্রস্তুত লুইস সুয়ারেস লুইস সুয়ারেস

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। এতে অবশ্য লাভই হয়েছে বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেসের। 

গত জানুয়ারি থেকে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যাওয়ায় বেশ কয়েকটা ম্যাচ মিস হয়ে গেছে ৩৩ বছর বয়সী তারকার। লা লিগা স্থগিত না হলে সেই সংখ্যাটা আরও বাড়তো।

তবে সম্ভাব্য সময়সূচি অনুযায়ী যদি মে মাস থেকে পুরোদমে ফুটবল ফিরে তখন বার্সা ফরোয়ার্ডও প্রস্তুত থাকবে মাঠে নামতে।  

'রেফারি' নামের এক উরুগুইয়ান সংবাদমাধ্যমকে সুয়ারেস বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমার ফেরার সম্ভাবনা ও সুযোগ রয়েছে। তবে দ্রুতই যে ফিরতে যাচ্ছি তা পরিস্কার। আমার চিকিৎসক জানিয়েছেন যে, আমি দ্রুত উন্নতি করছি যা আমাকে যত শিগগিরিই সম্ভব ফেরার ব্যাপারে আশা যোগাচ্ছে। আমি খেলার জন্য সক্ষম হচ্ছি। ’ 

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।