ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সবচেয়ে বেশি আয় মেসির, দুইয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
সবচেয়ে বেশি আয় মেসির, দুইয়ে রোনালদো মেসি ও রোনালদো/ছবি: সংগৃহীত

এই মৌসুমে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন লিওনেল মেসি। তালিকার দুইয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর কোচদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন দিয়েগো সিমিওনে।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় মেসি ও রোনালদোর পরেই আছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র।  

'ফ্রান্স ফুটবল'র রিপোর্ট অনুযায়ী, এই মৌসুমে বেতন, বোনাস এবং বিজ্ঞাপন থেকে মোট ১৩১ মিলিয়ন ইউরো আয় করেছেন মেসি, যা গত মৌসুমের চেয়ে ১ মিলিয়ন ইউরো বেশি।

এদিকে জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ডের আয় বেড়ে দাঁড়িয়েছে ১১৮ মিলিয়ন ইউরোয়। এই মৌসুমে নেইমারের আয় ৯৫ মিলিয়ন ইউরো এবং ৩৮.৫ মিলিয়ন ইউরো আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন বার্সার ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।

এদিকে কোচদের তালিকায় শীর্ষে থাকা সিমিওনের আয় ৪০.৫ মিলিয়ন ইউরো। তবে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় হিসাবে ধরা হয়নি।

অ্যাতলেতিকো মাদ্রিদ কোচের পরের দুই স্থানে আছেন যথাক্রমে ইন্টার মিলানের কোচ আন্তোনিও কন্তে (৩০ মিলিয়ন ইউরো) এবং ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলা (২৭.৫ মিলিয়ন ইউরো)।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।