ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা: হাজার টন খাদ্য ও মাংস দান করলেন সালাহ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
করোনা: হাজার টন খাদ্য ও মাংস দান করলেন সালাহ  মোহামেদ সালাহ

নিজ গ্রামের অধিবাসীদের বিপুল পরিমাণের খাদ্য দান করেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। 

মিশরের বাসিয়ন শহরের গ্রাম নাগ্রিগের পরিবারগুলোর জন্য হাজার টন খাদ্য ও তাজা মাংস পাঠিয়েছেন ২৭ বছর বয়সী ‘মিশরীয় মেসি’।  

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে সালাহর নিজ গ্রামের অধিবাসীদের জন-জীবনও।

তার জন্য খাদ্য পাঠানোর পাশাপাশি লিভারপুল তারকা গ্রামবাসীদের উপদেশ দিয়েছেন, সবাইকে করোনার সময় নিরাপদে থাকার।  

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য সান জানিয়েছে, সালাহর এই সর্বশেষ দানের আর্থিক মূল্য ৪ লাখ ৫ হাজার পাউন্ডের কাছাকাছি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা।  

সালাহর পিতা সালাহ গালি জানিয়েছেন, কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে তাদের গ্রামটি পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং সবাইকে মাস্ক দেওয়া হয়েছে।  

উত্তর আফ্রিকান দেশ মিশরে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২০৫ জন।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।