ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

১০৪ দিন পর ঘরে ফিরল উহানের ফুটবল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
১০৪ দিন পর ঘরে ফিরল উহানের ফুটবল দল উহান জল’কে স্বাগত জানাচ্ছেন এক সমর্থক: ছবি-সংগৃহীত

অবশেষে ঘরে ফেরার আবেগময় একটা দিন এলো উহানের ফুটবল দলের খেলোয়াড়দের। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে দীর্ঘ তিন মাস পর ঘরে ফিরেছে চাইনিজ সুপার লিগের ক্লাব উহান জল। 

জার্মানিতে এক দীর্ঘ ট্রানজিটের পরে, তারা ১৬ মার্চ চীনের দক্ষিণ-পূর্বের শহর শেনঝেনে পৌঁছায়। এরপর দলের প্রত্যেক সদস্য তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকেন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ট্রেনে যখন ক্লাবটির খেলোয়াড়রা উহানে পৌঁছায় তখন ঘরের সমর্থকরা তাদের অভিনন্দন জানাতে ছুটে আসে।  

খেলোয়াড়দের স্বাগত জানাতে প্রিয় ক্লাব উহান জলের কমলা রঙের জার্সি পরে এসেছিল সমর্থকরা। পাশাপাশি গান গেয়ে তারা ফুল ছিঁটায় দীর্ঘ ১০৪ দিন পর প্রথমবারের মতো ঘরে ফেরা তারকাদের।  

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্লাবটি জানায়, ‘তিন মাসেরও বেশি সময় বিচরণ শেষে ঘরকুনো উহান জল দলের খেলোয়াড়রা অবশেষে নিজ শহরে পা রেখেছে। ’ 

ভাগ্য ভালো তাদের। গত জানুয়ারিতে প্রথমবারের মতো করোনা ভাইরাস যখন উহানে বিস্তার শুরু করে তখন বিদেশে ছিলেন ক্লাবটির খেলোয়াড়রা।  স্পেনে শীতকালীন ট্রেনিং ক্যাম্পে ছিল উহান জল। সুপার লিগের নতুন মৌসুম শুরুর প্রস্তুতির জন্য তারা উহান ছেড়েছিল।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।