ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিদালকে আবেগঘন বিদায় জানালেন মেসি-সুয়ারেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
ভিদালকে আবেগঘন বিদায় জানালেন মেসি-সুয়ারেস মেসিকে বুকে জড়িয়ে ভিদাল

গত চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার পরপরই বিশাল এক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বার্সেলোনা। কিকে সেতিয়েন বরখাস্ত হওয়ার পর ক্যাম্প ন্যুয়ের নতুন কোচ হিসেবে এসেছেন রোনাল্ড কোম্যান।

 

ডাচ কোচ আসার পর জানিয়ে দেন, আর্তুরো ভিদাল-লুইস সুয়ারেসদের মতো তারকাদের নতুন ঠিকানা খুঁজে নিতে। লিওনেল মেসি বার্সা ছাড়ার ঘোষণা দিলেও পরে মত পরিবর্তন করে আরও এক মৌসুম থাকার কথা জানান। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বন্ধুত্বচক্র ভাঙতে যাচ্ছে দ্রুত।  

সুয়ারেসের জুভেন্টাসে যাওয়া নিয়ে কথাবার্তা চলছে। তেমনি দুই মৌসুম কাতালোনিয়ায় কাটানো ভিদালও ইন্টার মিলানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে। এই দুই লাতিন তারকার সঙ্গে গভীর বন্ধুত্ব  রয়েছে মেসির।  

সতীর্থের বার্সা ছাড়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এলএমটেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভিদালের সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘আমি তোমাকে চিনেছি একে অন্যের মুখোমুখি হওয়ার মাধ্যমে এবং তুমি সবসসময় অদ্বিতীয় থাকবে। তবে আমি যথেষ্ট ভাগ্যবান যে, তোমাকে ব্যক্তিগতভাবে জেনেছি এবং তুমি আরেকবার আমাকে বিষ্মিত করেছো। ’

বার্সার হয়ে দুই মৌসুমে একটি লা লিগা ও সুপারকোপা জিতেছেন ভিদাল। তাও ক্যাম্প ন্যুয়ে আসার প্রথম মৌসুমে। সময়টা কম হলেও এই দুই বছরে মেসির সঙ্গে দারুণ এক সখ্যতা গড়ে ওঠেছিল তার। আর্জেন্টাইন ফরোয়ার্ড সেসব স্মৃতি স্মরণ করে আরও লেখেন, ‘দুই বছরে আমরা অনেক কিছু ভাগাভাগি করেছি। ড্রেসিংরুম তোমাকে মিস করবে আর্তুরো। আমি তোমার নতুন যুগ ও নতুন ক্লাবের জন্য শুভকামনা জানাই। নিশ্চিত আমরা আরেকবার সাক্ষাৎ করবো। ’ 

৩৩ বছর বয়সী চিলিয়ান মিডফিল্ডারও অনুরূপ সাড়া দিয়েছেন মেসির বার্তার। উত্তরে ভিদালও লেখেন হৃদয়গ্রাহী কথা, ‘ধন্যবাদ, এলিয়েন। এটা সম্মানের যে ইতিহাসের সেরার সঙ্গে খেলেছি এবং অত্যন্ত ধন্যবাদ তোমার বন্ধুত্বের জন্য। আমি তোমাকে ইতোমধ্যে মিস করা শুরু করেছি। আমি তোমাদের সবাইকে মিস করবো। শিগগিরই আমাদের দেখা হবে। ’ 

বার্সা পরিবারের আরেক অন্যতম সদস্য সুয়ারেসও ক্যাম্প ন্যু থেকে বিদায় নিতে পারেন যেকোনো সময়। এ যেন কবি সুকান্ত ভট্টচার্যের ‘ছাড়পত্র’ কবিতার পঙকতির মতো সত্য বচন, ‘এসেছে নতুন শিশু/তাকে ছেড়ে দিতে হবে স্থান। ’ 

নতুনদের আহ্বানে কোম্যানের স্কোয়াডে ব্রাত্য হতে বসেছেন উরুগুইয়ান ফরোয়ার্ড। তবে তার আগে তাকে লিখতে হলো নিকটতম বন্ধু ভিদালের জন্য আবেগঘন বিদায়বার্তা, ‘তোমাকে বিপক্ষ হিসেবে পাওয়া অসহনীয় হবে কারণ তুমি সেরা এক খেলোয়াড়। সতীর্থ, বন্ধু এবং ব্যক্তি হিসেবেও তোমাকে জানি। এখনও তুমি সেরা। ’

ইন্সটাগ্রামে ভিদালের সঙ্গে যুগল ছবির পোস্টের ক্যাপশনে সুয়ারেস আরও লেখেন, ‘তোমার মতো একজন সুপারস্টারের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করা আনন্দের। নতুন মঞ্চের জন্য তোমাকে শুভকামনা। আমরা শিগগিরই দেখা করবো…’ 

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।