ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদের ওডেগার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, সেপ্টেম্বর ২৩, ২০২০
করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদের ওডেগার্ড

রিয়াল মাদ্রিদ শিবিরে আবারও করোনার হানা। এবার কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন দলের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।

পিসিআর টেস্টে তার আক্রান্ত হওয়ার খবরটি পাওয়া যায়।

নরওজিয়ান এই তারকাকে এখন ১০ দিনের কোয়ারেন্টিনে কাটাতে হবে। এরপর ফের একবার টেস্ট করে নেগেটিভ হলে তবেই তিনি দলে ফিরতে পারবেন।

রিয়ালের লিগের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলার পরই ওদেগার্ডের করোনা পজিটিভ আসে। প্রতিপক্ষের এই ক্লাবের হয়েই তিনি ২০১৯-২০ মৌসুমে ধারে খেলেছিলেন।

এর আগে রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ কোভিড পজিটিভ হয়েছিলেন। আর ওডেগার্ড পজিটিভ হওয়ায় বর্তমানে রিয়ালের কোভিড পজিটিভ খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল দুইয়ে।

ওডেগার্ড গ্যালাকটিকোদের হয়ে রিয়াল বেতিস, রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।